কঠোর লকডাউন অমান্য করে বিনাকারণে বাহিরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৪৭ জনকে ১ লক্ষ ৪৮ হাজার ৮০ টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (৪ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর ‘লকডাউন’ মানাতে গত ১ জুলাই সকাল থেকে ৩ জুলাই রাত পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে ৪৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পরাসহ বিভিন্ন অভিযোগে জেলার ৯ টি উপজেলায় ২৬১ টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৩৪৭ জনকে বিভিন্ন পরিমাণে মোট ১ লক্ষ ৪৮ হাজার ৮০ টাকা জরিমানা করা হয়।
চলমান লকডাউনে সিরাজগঞ্জ জেলায় জনসচেতনা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে তিন প্লাটুন বিজিবি, দুই প্লাটুন সেনা বাহিনী ও আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে প্রতিদিন কাজ করছে এবং ৯টি উপজেলার নির্বাহী অফিসার ও ভূমি কর্মকর্তা সচেতনতায় দায়িত্ব পালন করছেন এবং প্রতিদিন গ্রাম থেকে শহরে ঘুরে ঘুরে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলতে ও বিনা কারণে ঘরের বাইরে বের না হতে সচেতন করছেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.