সিরাজগঞ্জ

খুলে গেছে চালু হওয়া সেতুর সংযোগ, তীব্র যানজট

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সেতু গোলচত্বর থেকে নলকা অবধি ১৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে ভোগান্তিতে ঘরমুখো যাত্রীরা। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে মহাসড়ক ঘুরে এ চিত্র দেখা যায়।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান আরটিভি নিউজকে জানিয়েছেন, ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটি শুরু হওয়ায় ঘরমুখো যাত্রীরার সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। ফলে যানবাহনের চাপ বেড়েছে।

শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সঙ্গে সংযুক্ত ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনায় সম্প্রতি চালু করা একটি সেতুর এক্সপানশন জয়েন্ট (সম্প্রসারণ সড়ক সংযোগ) সরে যাওয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে নলকা অবধি ১৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তাৎক্ষণিকভাবে সেতুটি সংস্কারসহ যানজট নিরসনে কাজ করছে পুলিশ। অতিদ্রুত যানজট কেটে যাবে। এদিকে তীব্র যানজটে ভোগান্তিতে ঘরমুখো যাত্রীরা।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker