তিন মাস আগে ভিডিও কলের মাধ্যমে সিঙ্গাপুর প্রবাসী যুবকের সাথে বিয়ে হয় পলি খাতুনের (১৮)। বিয়ের তিন মাসেও স্বামী ফেরদৌস হাসান দেশে ফিরে আসেনি। এর মধ্যে ভিডিও কলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। আর ঝগড়ার জের ধরে স্বামী দেশে ফিরে আসার আগেই অভিমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন পলি খাতুন।
শনিবার (৩ জুলাই) দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রাম থেকে পলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জুলাই) রাতের কোন এক সময়ে নিজ ঘরের ধরনার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। পলি খাতুন ওই গ্রামের মোজাম্মেল শেখের মেয়ে।
বহুলী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়াল শেখ পরিবারের বরাত দিয়ে জানান, প্রায় ৩ মাস আগে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউজি ডাঙ্গারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের সিঙ্গাপুর প্রবাসী ছেলে ফেরদৌস হাসানের সাথে ভিডিও কলে বিয়ে হয় পলি খাতুনের। এর মধ্যে তার স্বামী ফেরদৌস হাসান দেশে আসেননি। তবে উভয়ের মধ্যে প্রায়ই ভিডিও কলে কথা হতো। শুক্রবার সন্ধ্যায় ভিডিও কলে কথা বলতে বলতেই স্বামীর সাথে কথা কাটাকাটি হয় পলির। সেই অভিমানেই রাতের কোন এক সময়ে নিজ ঘরের ধরনার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।