কলেজ ছাত্র রাজু আহাম্মেদ হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃত্যদন্ডের আদেশ দেয় রাজশাহী দ্রুত বিচারক ট্রাইবুনাল আদালত। মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১২ টার দিকে রাজশাহী দ্রুত বিচারক ট্রাইবুনালের বিচারক অনুপ কুমার আদালতে এ রায় ঘোষণা করেন। আদালতে মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ২০১০ সালের ১৫ ই মার্চ রাতে নগরীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজ ছাত্র রাজু খুন হয়। রাজু আহাম্মেদ জেলার দুর্গাপুরের দাওকান্দি ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষাথী ছিলেন। তার বাড়ি বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামে। রাজু নগরীর মান্নাফের মোড় এলাকায় এক বন্ধুর সাথে মেসে থাকতেন। ঘটানার দিন সন্ধ্যার পরে সে তার কম্পিউটার সারাতে নিউমার্কেট আসলে এ ঘটনা ঘটে।
মৃত্যদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রাজশাহী নগরীর দড়িখরবোনা এলাকার আজিজুর রহমান, সাজ্জাদ হোসেন সাজু, মোঃ রিংকু ওরফে বয়া, দুর্গাপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামের ইসমাইল হোসেন ও বাগমারা উপজেলার মাদারিগঞ্জ এলাকার মাহাবুবুর রশিদ ওরফে রেন্টু