রাজশাহী মহানগরীতে এক রিকশা চালককে গলা কেটে হত্যার পর তার রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১ টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিকশা চালক নগরীর শ্রীরামপুর এলাকার মৃত কাবেজ আলীর ছেলে আব্দুল কাদের(৫৫)
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, রাত দেড়টার দিকে আব্দুল কাদের রিকশা নিয়ে যাচ্ছিলেন তখন কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনা স্থলে এসে লাশ সুরতহাল প্রতিবেদনের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করার কাজ চলছে।