বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের শিকার হওয়া কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী পারভেজ হোসেন তালুকদার (১৯) কে গ্রেফতার করা হয়েছে। সে পিরোজপুর জেলার কাউখালি থানার কেউন্দিয়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
গতকাল ৩ অক্টোবর সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও জানানো হয়, রাজশাহী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সোনিয়া (১৯) (ছদ্মনাম) গত ২৫ শে সেপ্টেম্বর নোট আনতে গিয়ে নিখোঁজ হয়। পরে নগরীর কাশিয়াডাংগা থানায় নিখোঁজ ডায়েরি করেন ছাত্রীর বাবা।
উদ্ধারকৃত ভিকটিম জিজ্ঞাসাবাদে জানায়, গত ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় হড়গ্রাম স্টেশন মোড় থেকে আসামি পারভেজ হোসেন তালুকদার বিয়ের প্রলোভন দিয়ে তাকে অপহরণ করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Subscribe
Login
0 Comments
Oldest