ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে পবিত্র আশুরা।
এই উপলক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) মঙ্গলবার সকাল ৯ টার দিকে নগরীর শিরইল কলোনী থেকে পবিত্র মহরম আশুরা উদ্যাপন কমিটি ১০ মহররম পবিত্র আশুরা মাওলা ইমাম হুসাইন (আ:) সহ ৭২ জন শহীদ স্মরণে শোকের স্মরণে র্যালি বের করে। র্যালিটি নগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন
এছাড়াও বিশ্ববাংলা ফাউন্ডেশন ও বাংলাদেশ আহলে বাইত ফাউন্ডেশনের ব্যানারে শোক মিছিল,পথসভা, মোনাজাত ও চলচ্চিত্র প্রদর্শনী করে।
অপরদিকে এর মধ্যে সকালে নগরীর উপশহর ও নগরীর বিভিন্ন এলাকা থেকে একটি তাজিয়া মিছিল বের করার খবর পাওয়া গেছে।
দুপুরের পর সংগঠনগুলো মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা শেষ হবে।