রাজশাহীতে গোরেজান বেগম (৭৫) নামের এক বৃদ্ধ নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় পবার নামনশিকার উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ীতে তাকে হত্যা করা হয়।
নিহত গেরেজান বামনশিকর উত্তরপাড়া মৃত ইয়াকুব আলীর স্ত্রী।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলী তুহিন জানান, বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে। বৃদ্ধার মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও হত্যার কারণ জানা যায়নি। কাউকে আটকও করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এছাড়া ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Author
-
View all postsসম্পর্কিত সংবাদ-
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারডিসেম্বর ১১, ২০২৫
-
৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার হয়নি শিশু সাজিদডিসেম্বর ১১, ২০২৫
-
