রাজশাহীর বাগমারায় কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৫ টায় ভবানীগঞ্জ নিউ মার্কেটের সামনে থেকে প্রচার মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। পরে নিউ মার্কেটের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মহসিন আলীর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাবু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর কাউন্সিলর হাচেন আলী, কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আফসার আলী, কৃষকলীগ নেতা কামরুজ্জামান, ইমদাদুল হক, জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আব্দুল আজিজ লিটন, স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ।
দীর্ঘ ৯ বছর পর শুক্রবার অনুষ্ঠিত হবে উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে এরই মধ্যে উপজেলা সদর ভবানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় তোরণ, গেইট, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে।