রাজশাহী

রাসিকের উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

আজ ১৪ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশনের ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের বাহিরে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। চলমান উন্নয়ন কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়ন এবং কার্যক্রম তদারকির লক্ষ্যে গৃহীত কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় সভাপতির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় মহানগরজুড়ে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের বাইরেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। সোনাদিঘীর অসমাপ্ত কাজ খুব শীঘ্রই শেষ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সকল কাজ সমাপ্ত হলে বদলে যাবে রাজশাহীর বর্তমান চিত্র। এসব কাজ দ্রুত বাস্তবায়ন ও সঠিকভাবে তদারকির লক্ষ্যে সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

সভায় বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন প্রকল্প, চকপাড়া এলাকায় স্যাটেলাইট টাউন নির্মাণ প্রকল্প, কবরস্থান ও খেলার মাঠ তৈরীর জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত প্রকল্প, হযরত শাহ মখদুম রূপোশ (র:) দরগাহ শরীফের উন্নয়ন প্রকল্প, শহীদ এএইচএম কামারুজ্জামান এঁর সমাধিসৌধ নির্মাণ প্রকল্প, রাজশাহী মহানগরীর জলাশয় সংরক্ষণ প্রকল্প, স্বল্প আয়ের মানুষের জন্য বাড়ী নির্মাণ প্রকল্প, সিটি হাসপাতালসহ নগর মাতৃসদন এবং ৪টি নগর স্বাস্থ্য কেন্দ্র চালুকরণ, দারুচিনি মার্কেট চালুকরণ, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ এএইচএম কামারুজ্জামান নার্সিং কলেজ স্থাপন, স্কুল ও কলেজ এবং ভাষা শিক্ষা ইনস্টিটিউট চালুকরণ, শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার উন্নয়ন কর্মকান্ড তদারকি, মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেঞ্চ স্থাপন, শেখ রাসেল আইসিটি ল্যাব স্থাপন, এ্যানেক্স ভবনের কক্ষ ও ফ্লোর বরাদ্দ, শেখ রাসেল শিশু পার্কে শিশুদের জন্য নন মেকানিক্যাল খেলার ব্যবস্থাকরণ, কন্ট্রোল এন্ড কমান্ড সেন্টার চালুকরণ, ওলামা কল্যাণ ট্রাস্ট গঠন, প্রান্তিক জনগোষ্ঠির কল্যাণে ব্যাংক গঠন, সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন, সিটি মিউজিয়াম, আর্টগ্যালারি, আর্কাইভস নির্মাণ, আধুনিক শ্লটার হাউজ নির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো: মশিউর রহমান, জামেয়া ইসলামিয়া শাহ্ মখদুম দরগা মাদ্রাসার অধ্যক্ষ মুফতী শাহাদত আলী, রাবি নবাব আঃ লতিফ হল মসজিদের ইমাম মুফতি মো: আইয়ুব আলী, মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো: তানবিরুল আলম, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রাবির অধ্যাপক ড. মুহাম্মদ বারকুল্লাহ বিন দুরুল হুদা, রাজশাহী মহিলা টিটিসির সিআই মো: আতিকুর রহমান, রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক মো: হাবিবুর রহমান, উলামা কল্যাণ ফাউন্ডেশন সহ-সভাপতি মুফতি ইয়াকুব আলী, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার মো: আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো: নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুন, নির্বাহী প্রকৌশলী আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী এ.বি.এম আসাদুজ্জামান সুইট, নির্ঝর, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker