রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পদ্মাটাইমসের প্রকাশক ও সিইও বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টুকে দেখতে যান রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ।
রোববার দুপুরে সংগঠনির সভাপতি মেহেদী হাসান শ্যামল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আজিজুল আলম বেন্টুকে দেখাতে যান। এ সময় তাদের সঙ্গে ছিলেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন, একাত্তর টেলিভিশনের ব্যুারো প্রধান রাশেদুল হক রুশো, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম খোকন।
এছাড়াও তাকে দেখতে যান রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ্য ও পদ্মাটাইমসের সিনিয়র রিপোর্টার দুলাল সরকার। তারা আজিজুল আলম বেন্টুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত তার সুস্থ্যতা কামনা করেন।
আজিজুল আলম বেন্টু অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ইউরোলজিস্ট জনিত সমস্যায় আক্রান্ত। শনিবার সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। এর পর তার অপারেশন করা হয়েছে। একটি মেডিকেল বোর্ডের তত্বাবধানে তার সফল অপারেশন সম্পন্ন হয়। এখন অনেকটা সুস্থ এবং ভাল আছেন। তবে তাকে বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।