রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে করোনা কালীন খাদ্য সহায়তা দিয়েছে পুলিশ। আজ বুধবার রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন অডিটোরিয়ামে তৃতীয় লিঙ্গের ১২০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রাজশাহী রেঞ্জের ডি আই জি আবুল বাতেন বলেন, পুলিশ সবসময় মানবতার সেবায় কাজ করে আসছে। বিশেষ করে করোনা কালে পুলিশ সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছে। এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে চাল,ডাল,তেল ও আলু দেওয়া হয়। এই খাদ্য বিতরনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডি আই জি ( অপারেশন ক্রাইম) টি এম মোজাহিদুল ইসলাম, রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমসহ অনান্য পুলিশ কর্মকর্তারা।
Subscribe
Login
0 Comments
Oldest