রাজশাহী জেলার মোহনপুরের শিবপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আফরোজা বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে বাড়ির পাশেই এ ঘটনা ঘটে। আফরোজা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক কলহের জেরে আফরোজার দেবর সাইফুল ইসলাম, এবং সাইফুলের স্ত্রী রেফা বেগম ও মেয়ে সুমি খাতুন দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। পরে প্রতিবেশিরা আফরোজাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আহত নারীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।