রাজশাহীতে করোনা ভাইরাসে সতর্কতার সহকারে স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। শনিবার ( ৫ ফেব্রুয়ারি ) রাজশাহীর বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখা যায় নানা আয়োজনের মধ্য দিয়ে সরস্বতীপূজা অনুষ্ঠিত হচ্ছে।
জ্ঞানলাভ ও বিদ্যালাভের আশায় ভক্তরা ঘরে ঘরে বা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দেবী সরস্বতীর পূজা করছেন। সকালে লগ্নের শুরুতে মহল্লায় মহল্লায় পুজা মন্ডপ গুলো দেবীর পাদপক্ষে অঞ্জলি দেয় ভক্তরা।
এছাড়াও, দেবীর সামনে ‘হাতে খড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয়। কিছু কিছু মন্ডপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে সাদা রাজহাঁসে চড়ে ও বীনা হাতে সরস্বতী পৃথিবীতে আসেন।