রাজশাহী মহানগরীতে নির্মিত হবে আরও পাচঁটি ফ্লাইওভার। জন গুরুত্বপূর্ণ এলাকায় যানযট নিরসনে ফ্লাইওভার গুলো নির্মাণ করবে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। ফলে কমবে যানযটের দুর্ভোগ ও দুর্ঘটনা।
জানা গেছে, ফ্লাইওভার গুলো নির্মাণ করা হবে নগরের শহীদ এএইচএম কামরুজ্জামান চত্বর (গোরহাঙ্গা রেলগেট), ভদ্রা মোড়, বর্নালী মোড় থেকে রাজিব চত্বর হয়ে বহরমপুর রেল ক্রসিং পর্যন্ত।
এছাড়াও কোর্ট স্টেশন ও রায়পাড়া রেল ক্রসিংয়ের উপর নির্মাণ করা হবে ফ্লাইওভার। সোমবার (৬ ডিসেম্বর) রাতে ফ্লাইওভার নির্মাণ নিয়ে পরামর্শক কোম্পানির নেতবৃন্দ রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে আলোচনায় বসে এই পাচঁটি ফ্লাইওভার নির্মাণের নকশা প্রনয়ণ ও কাজের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।