রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থসহ ৬ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো, জাহিদুল ইসলাম সুমন (৩৮), বাবর আলী (৪৫), হারেজ আলী (৪০), আবদুল হালিম (৬০), রেজাউল করিম (৩৬) ও মুক্তার আলী (৪০)।
জানা যায়, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় অপরাধ ও মাদক মুক্ত, জুয়া ও চোরা-চালান নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে এ ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে গোয়েন্দা পুলিশের এসআই আবু জোবায়ের ও তার টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাটাখালি থানার মারকামারি এলাকায় জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করে। এ সময় আসামীদের কাছে নগদ অর্থ উদ্ধার করে।