রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তার বীনার ওপর এসিড নিক্ষেপ এর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশে।
ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরীর আয়োজনে আজ মংগলবার বেলা ১২ টায় নগরীর সাহেব বাজার এলাকার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরী শাখার আহ্বায়ক জিন্নাত আরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মহব্বত হোসেন মিলনসহ রাজশাহী মহানগরীর ছাত্র ফেডারেশনের নেতা কর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা সানজিদা আক্তার বীনার ওপর এসিড নিক্ষেপ কারীর দৃষ্টান্তমুলক শাস্তি এবং ৬ দফা দাবী পেশ করা হয়।