আজ সোমবার সকাল ৮ টার দিকে রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা এলাকায় রেল ক্রসিংয়ের সময় গ্রামীণ ব্যাংকের নারী কর্মচারী ডলি পারভীন (২৮) ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। তিনি পবা উপজেলার হড়গ্রাম শাখায় ঋণ বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, সকাল ৮ টার দিকে গ্রামীণ ব্যাংক সমিতির সদস্যদের কাছ থেকে কিস্তির টাকা আদায় করতে স্বামী আব্দুস সবুরের সঙ্গে মোটর সাইকেলে করে রওনা হন ডলি পারভীন। নগরের ডিঙ্গাডোবা এলাকায় রেল ক্রসিংয়ের আগে স্বামী মোটর সাইকেল থামান। ডলি হেটে রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে আসা চাপাই নবাবগঞ্জ গামী ট্রেনে কাটা পড়েন। এতে ডলি ঘটনা স্থলেই মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করেন।
রাজশাহী রেলওয়ে থানার ওসি রকিব-উল-হোসেন বলেন, অসাবধানতা বশত ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর দেহ খন্ড-বিখন্ড হয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।