রাজশাহীতে পুলিশ কনস্টেবল পদে ৫৪ জনের চাকুরী পেতে খরচ হয়েছে মাত্র দেড়শ টাকা। মৌখিক পরীক্ষা শেষে সোমবার রাতে তাদের প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়েছে।
সরকারি খরচে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই তাদের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। প্রশিক্ষণ শেষ করে তারা কর্মস্থলে যোগ দিতে পারবেন।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, পুলিশের নিয়োগ নিয়ে সাধারণ মানুষের মনে একটা ধারণা ছিল যে, তদবির আর ঘুষ ছাড়া চাকুরী হয়না। কিন্তু এ তাদের ধারণা এবার মিথ্যা প্রমাণিত হয়েছে। যারা চাকুরী পেয়েছেন তারাও বলেছেন একই কথা। শুধু নিজের যোগ্যতায় তারা ধরতে পেরেছে সোনার হরিণ নামের চাকুরী।
সারাদেশে প্রায় তিন হাজার কনস্টেবল নিয়োগের জন্য গত সেপ্টেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। রাজশাহীতে নিয়োগ দেওয়া হবে ৫৪ জন। এর মধ্যে ৪৬ জন পুরুষ ও ৮ জন নারী। তবে অনলাইনে আবেদন করেন ৯ হাজার ৬৫৬ জন। পুলিশ সদর দপ্তর চাকুরী প্রাথীদের আবেদন যাচাই বাছাই করে বাকি গুলো বাদ পড়েন।