ঈশ্বরদীতে অধিকার বঞ্চিত নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী খন্দকার সুপার মার্কেটে ২য় তলায় ১৮ই সেপ্টেম্বর বুধবার সময়: ৪টার সময়ে আয়োজন করা হয় এতে বক্তব্য রাখবেন, প্রধান অতিথি: অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভান আহ্বায়ক সচেতন নগরবাসী ফোরাম, ঈশ্বরদী।
প্রধান বক্তা কমরেড জুয়েল হোসেন সোহাগ সদস্য সচিব সচেতন নগরবাসী ফোরাম, ঈশ্বরদী ও সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ঈশ্বরদী উপজেলা, শাখা। মামুনুর রহমান সচেতন নগরবাসী ফোরাম সদস্য সচিব ও সহ সাধারন সম্পাদক ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব, রাগীব আহসান রিজভী সদস্য, সচেতন নগরবাসী ফোরাম, সদস্য ঈশ্বরদী ও দপ্তর সম্পাদক জাতীয় পার্টি পাবনা জেলা শাখা। মোছা: মঞ্জুয়ারা খাতুন যুগা-আহ্বায়ক, অধিকার বঞ্চিত নাগরিক কমিটি, ঈশ্বরদী। মোছা: শাপলা খাতুন, যুগ্য সদস্য সচিব, অধিকার বঞ্চিত নাগরিক কমিটি, ঈশ্বরদী। পরিচালনা, কায়েদি আজম সদস্য সচিব, অধিকার বঞ্চিত নাগরিক কমিটি, ঈশ্বরদী। সভাপত্তিত্ব করবেন, মো: ইয়ারুল ইসলাম ঠান্ডা শাহ অধিকার বঞ্চিত নাগরিক কমিটি, ঈশ্বরদী। আহ্বানে ছো: ইয়ারুল ইসলাম – মো: ইয়ারুল ইসলাম ঠান্ডা শাহ আহ্বায়ক অধিকার বঞ্চিত নাগরিক কমিটি, ঈশ্বরদী।
বক্তার বলেন, আপনার অধিকার আপনাকে নিজেই আদায় করে নিতে হবে নারী-পুরুষ কোন ভেদাভেদ থাকবে না তাদের পাপ্পতা, তাদের সম্মান সুবিধা বঞ্চিত সমাজের তাদের পাশে এসে দাঁড়ানো।