ঈশ্বরদীতে মুক্তিপনের ১০ লাখ টাকা না দেওয়ায় বৃদ্ধকে খুন
চারতলা ভবনের বাথরুম থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
ঈশ্বরদীতে সিরাজ ফকির (৬৭) নামের এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। নিখোঁজের পাঁচ দিন পর শনিবার দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার রহিমপুর পশ্চিম পাড়াস্থ প্রয়াত পৌর কাউন্সিলর রবিউল ইসলামের চারতলাবিশিষ্ট ভবনের চারতলা কক্ষের একটি টয়লেট থেকে অর্ধগলিত লাশটি পাওয়া যায়। নিহত সিরাজ ফকির লক্ষীকুন্ডা ইউনিয়নের কইকুন্ডা গ্রামের মৃত জলিল ফকিরের ছেলে।
জানা যায়, অতিরিক্ত দুর্গন্ধের কারণে বাড়িওয়ালা ও এলাকার লোকজন টের পেয়ে ঈশ্বরদী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ তারিখ থেকে নিখোঁজ হয় সিরাজ। ২৫ আগস্ট অপহরণকারীরা মোবাইল ফোনে সিরাজের ছেলে আল আমিনকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। আল আমিন ঢাকা থেকে ঈশ্বরদী এসে ঐদিন দিবাগত রাতে ঈশ্বরদী থানায় অপহরণকারীদের মোবাইল নম্বরসহ জিডি এন্ট্রি করে পুলিশকে মুক্তিপণ দাবির বিষয়টি অবহিত করেন। পরের দিনও ফোন করে ১০ লাখ টাকা নির্দিষ্টস্থানে টাকা রেখে আসতে বলে। এছাড়াও অপহরণকারীরা বিভিন্ন ভাবে মুক্তিপনের জন্য ১০ লক্ষ্য টাকা দাবি করতে থাকে আল আমিনের কাছে।
ঘটনা সততা নিশ্চিত করেন ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।