“আমরা যেতে চাই বহুদূর” এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার (২৪ আগস্ট) সকালে জয়নগর কেন্দ্রীয় গোরস্থান, জয়নগর পশ্চিমপাড়া বাবুল জান্নাত জামে মসজিদসহ বিভিন্ন রাস্তার ধারে, পতিত জায়গায় ফলজ, ঔষধিসহ বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করা হয়। ঈশ্বরদীতে আমরা সলিমপুরের সন্তান ও তারুণ্যের ঈশ্বরদী ফেসবুক গ্রুপ পরিবারের উদ্যোগে, নাবিল আহমেদ আসিফ ও মাহমুদুল হাসান সুবেল এর আর্থিক সহযোগিতায়।
কর্মসূচির শুভ উদ্বোধন করেন আমরা সলিমপুরের সন্তান পরিবারের অন্যতম সদস্য প্রবাসী নাবিল আহমেদ আসিফ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাফিস আহমেদ আরিফ, শরিফুল ইসলাম শরীফ ইসলাম, বিকাশ সরকার, সাইদুল ইসলাম অনিক জিসান মল্লিক, রাকিব, সিয়াম, আসিফ, রিফাত সহ আরো অনেকেই। বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমরা সলিমপুরের সন্তান ও তারুণ্যের ঈশ্বরদী ফেসবুক গ্রুপ পরিবারের চীফ এডমিন ও গ্রুপ ক্রিয়েটর খায়রুল বাশার( মিঠু)।
গ্রুপের কর্তৃপক্ষ জানান, এই মৌসুমেই আরো ২০টি প্রতিষ্ঠানে ও রাস্তার ধারে দুই শতাধিক গাছের চারা রোপন করা হবে।