রাজাপুর ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে কলেজ চত্বরে শিক্ষকদের প্রতিবাদ সভা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দের অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে।
গত বুধবার সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত এসব কর্মসুচি পালন করা হয়। সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ তুঘলকের পদত্যাগ দাবিতে শিক্ষকরা প্রতিবাদ সভার আয়োজন করেন। কলেজের ভাইস প্রিন্সিপল নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রিয় শিক্ষকনেতা সহকারী অধ্যাপক নূরমোহাম্মদ খোকন, সহকারী অধ্যাপক নবীন উদ্দিন, সহকারী অধ্যাপক ওমর ফারুক, সহকারী অধ্যাপক বাবর আলী সরদার, সহকারী অধ্যাপক আশরাফ আলী, হাসি রানী সরকারসহ অন্যরা।
বক্তারা বিভিন্ন অভিযোগ এনে অধ্যক্ষ তুঘলকের পদত্যাগ দাবি করেন। অন্যদিকে কলেজ চত্বরে সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত কর্মসুচিতে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রতন সরকার, তানহা ও পলাশ হোসেন। তারা অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে গত ৪ঠা আগস্ট মিছিলে অংশ গ্রহণ এবং শিক্ষার্থীদের হুমকি প্রদানসহ নানা অভিযোগ এনে পদত্যাগ দাবি করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের নিকট স্মারক লিপি প্রদান করেন।