ঈশ্বরদীতে স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ বিনা টাকায় সিজার অপারেশন, অর্থোপেডিকসহ নানা প্রকার চিকিৎসা দিয়ে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছে। ব্যবসার পরিবর্তে সেবার মানষিকতায় অতি সম্প্রতি ঈশ্বরদী শহরে চালুকরা এই হাসপাতাল কর্তৃপক্ষ শুরু থেকেই গরীব ও অসহায় পরিবারের সদস্যদের বিনা টাকায় বিভিন্ন রকম চিকিৎসা সেবা দিয়ে সুনাম অর্জন করেছেন।
জমজম স্পেশালাইজড হাসপাতালের স্বত্বাধিকারী ডা: নাফিসা কবির শনিবার সাংবাদিকদের জানান, ঈশ্বরদী স্কুল পাড়ার অসহায় অন্ধ মিল্টনের স্ত্রী ববি কয়েকদিন ধরে প্রসব বেদনায় কাতর হয়ে বিভিন্নস্থানে ঘুরে সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হন। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা তাকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করে বিনা টাকায় কয়েকজন অভিজ্ঞ ডাক্তারের সহযোগিতায় সিজার অপারেশন সম্পন্ন করেছি। বর্তমানে প্রসূতি মা ও ফুটফুটে পুত্র সন্তানটি সুস্থ্য রয়েছে। কয়েকদিন আগেও প্রসব বেদনায় কাতর এক ভবঘুরে পাগলী মহিলাকেও রাস্তা থেকে তুলে এনে বিনা টাকায় অপারেশন করে সন্তান প্রসব করিয়েছি।
ডা: নাফিসা কবির আরো জানান, যে কোন প্রকৃত অসহায় গরীব মানুষ আমাদের সহযোগিতা চাইলে আমরা তাকে বিনা টাকায় চিকিৎসা দিবো।