নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোছল করতে গিয়ে স্বামী- স্ত্রী নিখোঁজ হয়েছেন।
রোববার বেলা ১১ টায় উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)। তাদের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায়। মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম জানান, রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েল এর বাড়ি বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে তারা নিঁখোজ হন।
স্টেশনে ডুবুরি দল না থাকায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। বিকেল পাঁচ টার দিকে ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে বলে জানান স্টেশন অফিসার।