নওগাঁর ধামইরহাটে উমার ইউনিয়নের মোজাফফর রহমান চৌধুরী সড়কের দৃগাঁপুর (বান্দদগাঁ) নাম স্থানে একটি কালভার্টের সৃষ্ট গর্তের কারণে চরম জনদূর্ভোগে পড়েছিল এলাকার জন সাধারণ এমনই একটি প্রতিবেদন মিশন ৯০ নিউজ পোর্টালে গত ২৮ জুন প্রকাশিত হয়। বিষয়টি আমলে নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে পরের দিন ২৯ জুন থেকেই ভাঙ্গন কবলিত কালভার্টটি সংস্কারের কাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুরু করেন।
রবিবার ৩০ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিবেদন প্রকাশের মাত্র দু’দিনের মধ্যে ভাঙ্গন কালভার্টিট সম্পন্ন ভাবে সংস্কারের কাজ শেষ করেন কর্তৃপক্ষ। সংস্কারের ফলে বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেল এলাকাবাসী।