নওগাঁর ধামইরহাটের সদরস্থ টিএন্ডটি মোড় আঞ্চলিক মহাসড়ক হতে উত্তরে উমার ইউনিয়নের মোজাফফর রহমান চৌধুরী রাস্তার বেহাল দশা ও একটি কালভার্টে সৃষ্ট গর্তের কারণে এখন জনদূভোগ চরম আকার ধারণ করেছে।
জানা গেছে, টি এন্ড টি মোড় হতে চকশ্বদল মোজাফফর রহমান চৌধুরী সড়কের দৃর্গাপুর (বান্দাদগাঁ) নামক স্থানে অবস্থিত একটি কালভার্টে বড় আকারে গর্তের সৃষ্টির কারণে চলাচলে জনগন চরম ভোগান্তীতে পড়েছে। যে কোন সময় এখানে বড় কোন দূর্ঘনার শ্বিকার এমন প্রান হানির মতো ঘটনা ঘটতে পারে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১ মাস পূর্বে অধিক বোঝা নিয়ে ট্রাক পারাপারের সময় এ গর্তের সৃষ্টি হয়। সেই থেকে অদ্যবদি সংস্কারের কোন বালাই নেই। ফলে এ স্থানটি এখন যেন মরন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। উত্তর এলাকার গ্রামগুলির এক মাত্র চলাচলের সড়ক হিসেবে এ সড়কটি ব্যবহৃত হয়। এ রাস্তা দিয়ে প্রতি দিন ছয় হাজারেরও অধিক মানুষ এবং চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, একটি ফাজিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, দু’টি স্যাটেলাইট ক্লিনিকের কর্মরত ব্যক্তি ও রোগী এবং একটি বিজিবি ক্যাম্পের সদস্যরা চলাচল করে থাকেন। রাস্তাটি অতিব গুরুত্বপূর্ন হওয়ার সত্তেও নেই কোন গুরুত্ব নেই কোন সংস্কার। এ সড়কের প্রায় ৬ কিলোমিটার খানা-খন্দে ভরা। তার উপর আবার নতুন করে কালভার্টে গর্ত। সব মিলিয়ে এ যেন মরার উপর খাঁড়ার ঘ্যাঁ।
এলাকার সাধারণ মানুষের দাবি কর্তৃপক্ষের নিকট দ্রত কালভার্টটি মেরামত ও রাস্তার খানা-খন্দো-গুলো সংস্কার করার।