নওগাঁর ধামইরহাট উপজেলা শাখার আওময়ী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর ইসলাম (৫২) এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তক ভাবে মৃত্যু বরন করেছেন। (ইন্না-লিল্লাহ…….রাজেউন।)
জানা গেছে, শনিবার ১১ সেপ্টেম্বর পাশ্ববর্তী জয়পুরহাট জেলা সদর থেকে মোটরসাইকেল যোগে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ি ফেরার পথে জয়পুরহাট সদরস্থ খন্জনপুর নামক স্থানে এলে গরু বোঝায় একটি ভুটভুটি সজোরে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই আমিনুল ইসলামের মর্মান্তিক মৃত্যু হয়।
আমিনুর ইসলাম উপজেলার বেলঘরিয়া গ্রামের মৃত কমির উদ্দিনের ছেলে। তার ১ স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলে সন্তান রয়েছে। আমিনুল ইসলামের অনাকাঙ্খিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রবিবার ১২ সেপ্টেম্বর সকাল ১০ টায় নিজ গ্রাম বেলঘরিয়া জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।