ধামইরহাট

ধামইরহাটে শতাধিক খামারিদের মাঝে বিনামুল্যে গরুর ভিটামিন ও ঔষধ বিতরণ

নওগাঁর ধামইরহাটে শতাধিক খামারিদের মাঝে বিনামুল্যে গরুর ভিটামিন ও ঔষধ বিতরণ করা হয়েছে। ১৪ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিটি খামারির প্রত্যেককে কেজি ভিটামিন কৃমিনাষক ঔষধ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো: আজাহার আলী। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: রিপা রানী, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: রিপন রেজা, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ হামিদী, কাউন্সিলর আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খামারি ও সাংবাদিক মোতারফ হোসেন মুকুল, খামারি চন্দনা রানী দাস সহ ১২৫ জন খামারীর মাঝে এসব পন্য বিতরণ করা হয়।

বিনামুল্যে গরুর সুস্বাস্থ্য রোগমুক্ত থাকার লক্ষে প্রাণি সম্পদ দপ্তর থেকে ভিটামিন ও কৃমিনাশক পেয়ে খামারি চন্দনা রানী দাস বলেন, ‘ইতিপূর্বেও এবং করোনাকালে প্রাণি সম্পদ দপ্তর থেকে সরকারি অনুদান ও সহযোগিতা পেয়েছি, গরুর যে কোন সমস্যায় এখানে বিনামুল্যে চিকিৎসা ও ঔষুধ পেয়ে আমার খামার এখন সফলতার মুখ দেখছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker