ধামইরহাট

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ চোরাকারবারি আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক। পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: হামিদ উদ্দিন, পিএসসি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, ১৮ আগষ্ট রাত সোয়া ৯ টার দিকে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনস্থ চকিলাম বিওপির নায়েক মো: রাশেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী ২৬৫/৩ আর এস পিলার থেকে ৬শ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকইলাম গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন মন্ডলের ছেলে মো: সাইফুল ইসলাম (৪৫) কে ২০ পিস নেশাজাতীয় ট্যাবলেট সহ আটক করে। টহল দলের উপস্থিতি টের পেয়ে আরো ১ জন চোরাকারবারি মালামাল ফেলে দিয়ে পালিয়ে যায় বলে টহল দলের বিজিবি সদস্যরা জানান। ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের পুর্বক আটককৃত মালামালসহ আসামীকে থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে বলে বিজিবি সুত্রে জানা গেছে। মালামালের সিজার মুল্য ২ হাজার টাকা। মামলা নং–৪১, তাং ১৯ আগষ্ট। থানা সুত্রে জানা গেছে, আসামীকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker