নওগাঁর ধামইরহাটে বিষ পানে রুবেল হোসেন (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গত রবিবার ৮ আগষ্ট রাত ৯টায় উপজেলার মাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আত্নহত্যাকারী রুবেল হোসেন ওই এলাকার মৃত বিশা মন্ডলের ছেলে।
রুবেলের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন রাত ৯টায় সময় রুবেল হোসেন বাড়ির থেকে বের হয়ে বাহিরে যায়। কালক্ষেপণ হলে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা-খুজির এক পর্যায়ে বাড়ির পাশে নদীর ধারে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্বজনরা। সেখান থেকে অজ্ঞান অবস্থায় রুবেলকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই রুবেল মৃত্যুর কোলে ঢলে পড়ে। এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায়, রুবেল হোসেন দির্ঘ দিন ধরে মাসনিক ভারসাম্যহীন ছিলেন।
উসবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস বাদল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগেও রুবেল একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।