ধামইরহাট

নওগাঁয় দুই দিন ব‍্যাপী আম মেলার উদ্বোধন

উত্তম কৃষি অনুশীলন এর মাধ‍্যমে উৎপাদিত নিরাপদ ও স্বাস্থ‍্য বান্ধব আম চাষে উৎসাহিত করার লক্ষ‍্যে নওগাঁয় দু’দিনব‍্যাপী আম মেলা শুরু হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বে-সরকারি উন্নয়ন সংগঠন ঘাসফুল দুই দিন ব্যাপী এই আম মেলার আয়োজন করেন।

বুধবার ২৯ জুন বিকাল সাড়ে ৪ টায় নওগাঁ নওজোয়ান মাঠে আম মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক “শিক্ষা ও আইসিটি” শিহাব রায়হান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ কে এম মনজুরে মওলা’র সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী মেলায় অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম‍্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ঘাসফুলের সহকারী পরিচালক রাব্বানী বসুনিয়া ও সাইদুর রহমান এবং প্রজেক্ট ম‍্যানেজার নাসের।

মেলায় প্রায় ২০টি ষ্টলে ল‍্যাংড়া, হাড়িভাঙ্গা, আম্রপালী, আশ্বিনা, বারী-৪, বারোমসী কাটিমন, বারী-৮, বারী-৭, সুরমা ফজলী, ফজলী, গৌরমতি, নাগফজলীসহ উচ্চ-মূল‍্যের বিদেশী আমের মধ‍্যে মিয়াজাকি, কিউজাই, আমেরিকান পালমার, চিয়াংমাইসহ প্রায় ১৫ জাতের আম প্রদর্শন করা হয়।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker