নওগাঁর ধামইরহাটে শ্যালো মেশিন চালিত ভটভটি উল্টে চালক আমিনুল ইসলাম (৩৬) এর মৃত্যুর হয়েছে। শনিবার ৪ জুন সকালে উপজেলার নানাইচ নামক এলাকার গ্রামীণ সড়কে এই অনাঙ্খাকিত ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্বচানপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আমিনুল ইসলাম ঘটনার দিন সকালে তার ভটভটিতে পানি ভর্তী করে পাশ্ববর্তী মঙ্গলবাড়িতে পোনামাছ নেয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথেই নানাইচ নামক এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেনের চাউল কলের সামনের সড়কে পৌচ্ছলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় চালক ভটভটির নিচে পড়ে গিয়ে বুকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে চালক আমিনুল ইসলাম মৃত্যু।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছ।