নওগাঁর ধামইরহাটে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে মাদক দ্রব্যসহ এক জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দপ্তর থেকে জানায়, ২৪ মে দুপুর সোয়া ১টায় ধামইরহাট উপজেলার কয়রাপাড়া গ্রামে চকচন্ডি ক্যাম্পের নায়েক সুবেদার আসাদুজ্জামান এর নেতৃত্বে সীমান্ত পিলার ২৬৪/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার কয়রাপাড়া গ্রামে একটি অভিযান চালায়। এ সময়ে ভারতীয় নেশাজাতীয় ৮০০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ১ জন চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারি উপজেলার খড়মপুর গ্রামের মৃত আসাদ উদ্দিন এর ছেলে মো: আতিকুল ইসলাম (৪৫)। আটক আতিকুল ইসলামের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপরদিকে একই দিনে পাগলা দেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার শ্রী বিকাশ চন্দ্রের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৭২/৩ এস হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুপনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৩৫০ পিচ ভারতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেন।