নওগাঁর ধামইরহাটে ৩ সন্তানের জননী মানসিক ভারসাম্যহীন রুমিলা খাতুন (৫০) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৩ জুলাই) ভোর রাতে বাড়ির উত্তর পাশে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যাকারী ওই নারী উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত পশ্চিম রুপনারায়নপুর গ্রামের মো. খাইরুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, রুমিলা খাতুন দীর্ঘদিন থেকে মানসিক রোগে আক্রান্ত হয়ে ভারসাম্যহীন ভাবে চলাফেরা করত। রুমিলা নিজ ইচ্ছে মত যেখানে সেখানে ঘুরে বেড়াতো। তাকে পরিবারের লোকজন বিভিন্ন স্থান থেকে একাধিকবার খুঁজে বের করে বাড়িতে নিয়ে আসতো। এমন পরিস্থিতিতে শুক্রবার ভোর রাতে বাড়ির পাশে একটি আম গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Subscribe
Login
0 Comments
Oldest