নওগাঁর ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক কাজী আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় পেলেন স্বাধীনতা স্মৃতিপদক ২০২২ সম্মাননা এ্যাওয়ার্ড ও সনদপত্র।
মঙ্গলবার (১২ এপ্রিল) অগ্রগামী মিডিয়া ভিশনের পক্ষ থেকে তিনি এ সম্মাননা এ্যাওয়ার্ড ও সনদপত্র গ্রহণ করেন বলে জানান।
জানা গেছে, অগ্রগামী মিডিয়া ভিশনের পক্ষ থেকে গত ৩১ মার্চ ঢাকা সোনারগাঁও প্যান প্যাসিফিক নামক একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ স্মৃতিপদক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা এমপি, অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক এম গোলাম ফারুক মজনু, উপদেষ্টা কর্ণেল (অব:) মোকাররম আলী খান।
ওসি মোজাম্মেল হক কাজী জানান, পুলিশ দেশ ও জনগনের সেবায় কাজ করে থাকেন। সর্বদা সে লক্ষ নিয়ে আমি কাজ করে গেছি। আগামীতে জনগনের সেবায় নিজেকে আরো বিলিয়ে দিতে চাই এজন্য সকলের নিকট দোয়া প্রার্থী।