নওগাঁর ধামইরহাটে একশ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮) কে আটক করেছে র্যাব-৫।
রবিবার দিবাগত রাতে পাশ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খাসবাগড়ি নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসামি ধামইরহাট উপজেলার রুপনারায়নপুর গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে।
র্যাব-৫, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: মাসুদ রানা’র নেতৃত্বে ঘটনার দিন পাঁচবিবি থানার বালিঘাটা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই ইউনিয়নের খাসবাগড়ি গ্রাম থেকে ১শ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলমকে হাতে-নাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলা, উপজেলা ও মাদক সেবীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন পরে আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।