নওগাঁর ধামইরহাটে ইঁদুর মারা গ্যাস বড়ি খেয়ে নীরবালা (৪২) নামের এক আদিবাসী গৃহবধুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৫ মার্চ) সকালে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ভাতগ্রাম নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত আদিবাসী নারী ওই এলাকার প্যালানো পাহানের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে পরিবারের সকলের অগোচরে নীরোবালা পাহান ইঁদুর মারা গ্যাস বড়ি খেয়ে অসুস্থ হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকালে সে মারা যায়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক কাজী জানান, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।