নওগাঁর ধামইরহাটে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলা বিএনপি,র আয়োজনে স্থানীয় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক মো: ফেরদৌস খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো: সামসুজ্জোহা খাঁন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: মাহবুবুর রহমান চৌধুরী (চপল), সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: এম এ ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর, সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফেরদৌস হাসান সাবেক দপ্তর সম্পাদক সন্তোষ কুমার শাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: রেজুয়ান হোসেন (রন্জু), সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সভানেত্রী মাজেদা বেগম, মহিলা দলের আহ্বায়ক ও সাবেক সভানেত্রী বেলী খাতুন, মহিলা দলের নেত্রী শাহিনা ইয়াসমিন, উপজেলা বিএনপির আহবায়ক জি এ লিটন, রুবেল হোসেন (রতন) প্রমুখ।