নওগাঁর ধামইরহাটে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালী প্রধান সড়ক প্রশিক্ষণ করেন। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধ প্রাঙ্গনে একত্রিত হন।
উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: শহীদুজ্জামান সরকার এমপি। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আজাহার আলী মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) মো: সিব্বির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর মেয়র মো: আমিনুর ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক কাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ।
আলোচনা শেষে মুজিব উৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মেলার স্টোল পরিদর্শন করেন প্রধান অতিথি।