নওগাঁর ধামইরহাটে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেনির কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি, নওগাঁর জেলার আয়োজনে ও ধামইরহাট উপজেলা ভূমি অফিসে কর্মরত ভূমি প্রশাসন সহকারীদের উপস্থিতিতে দিনব্যাপী সেবা প্রদান বন্ধ রেখে কর্মরিবতি পালন করা হয়। কর্ম বিরতিতে সার্টিফিকেট সহকারী আবদুর রউফ, মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী সোহেল রানা, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক নাহিদ হাসান, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী মেহেদী হাসান, সার্ভেয়ার মইনুল হোসেন, চেইনম্যান মাহবুব আলম আবদুল আলীম, প্রসেস সার্ভার একরামুল হক প্রমুখ দাবীর স্বপক্ষে বক্তব্য রাখেন। বক্তাগণ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি-উপ-সহকারী কর্মকর্তা, প্রাক্তন তহসিলদার ও প্রাক্তন সহকারী তহমিলদারকে ১৬ ও ১৭ গ্রেড হতে যথাক্রমে ১১ ও ১২ গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী সম্মতি থাকা সত্বেও ভূমি মন্ত্রনালয়ের ২০২১ সালের ১৮ মার্চ তারিখে ১৫৯ স্মারকের পদোন্নতির সুপারিশ থাকা সত্বেও তা বাস্তবায়ন না করায় পূর্নদিবস কর্মবিরতি পালন করছি এবং দ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশণা মোতাবেক তা বাস্তবায়নের দাবী করেছেন।