নওগাঁর ধামইরহাটে শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঠদান কক্ষে সেচ্ছা সেবী সংগঠন ‘মানবসেবার’ আয়োজনে দুস্থ, অসহায় ও ছিন্নমুল মানুষেদের এক বেলা উন্নত খাবারের ব্যবস্থা করেছে বেসরকারী সেচ্ছাসেবী একটি সংঘঠন “মানবসেবা”। এসময় উপজেলার দুস্থ, অসহায় ও ছিন্নমুলের প্রায় ৮০ জন বয়স্ক অসহায়দের বিরানী, মাছ, মাংস খাওয়ার ব্যবস্থা করা হয়।
খেতে আসা বৃদ্ধা রেজিয়া বেওয়া বলেন, ‘বয়স হয়ে গেছে বা চোখে কম দেকো, মানুষের বাড়ি বাড়ি কাম করে চলি। কতদিন গোস্ত ভাত খাও নি। মানবসেবা মোক (আমাকে) আজকা ডাকে গোস্ত ভাত খাওয়ালো। মনে ভরে খানু (খাইলাম)।’
মানবসেবার এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী বলেন, ‘মানবসেবা সত্যিকার অর্থেই মানুষের সেবা করছে। সমাজের বিত্তবানদের উচিত এমন মহতী উদ্যোগকে সার্বিক সহযোগিতা করা।’
সাবেক অতিরিক্ত সচিব মো: মোস্তফা কামাল বলেন, ‘একবেলা খাবারের ব্যবস্থার মাধ্যমে এই উপজেলায় যারা ভিক্ষুক আছেন তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হল। তবে প্রত্যেকটি পরিকল্পনার দুটি দিক থাকে স্বল্পমেয়াদী আরেকটি দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী পরিকল্পনার সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের গ্রহণ করতে হবে। তাদের জন্য আয়-রোজগারের একটি ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে তারা ভিক্ষাবৃত্তি আর না করেন।’
মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল মাহমুদ বলেন, ‘সরকার বিভিন্ন ভাবে ভিক্ষাবৃত্তি বন্ধ করার চেষ্ঠা করছেন। আমি সেই লক্ষ্য নিয়ে উপজেলার সকল ভিক্ষুকদের একত্রিত করে তাদের সঙ্গে আমরা একটি সম্পর্ক তৈরি করতে চাই। এই সম্পর্ক তৈরির পর তাদেরকে বিভিন্ন ভাবে কর্মসংস্থান তৈরি করে দেওয়া যেমন- তাদের নিজ নিজ বাড়িতে ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি করে দেওয়া, ছাগল অথবা গরু পালনসহ স্থায়ী কর্মসংস্থান করে দিতে চাই। যাতে করে তারা আর ভিক্ষাবৃত্তি না করেন।’