নওগাঁর ধামইরহাটে ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একই মোটরসাইকেলে ৪ জন আরোহীর মধ্যে ২ জন ঘটনাস্থলেই মৃত্যু। অপর ২ জন গুরুতর আহত । আহতদের মুমুর্ষ অবস্থায় রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। রবিবার ২৩ জানুয়ারি রাত ৮ টার দিকে জয়পুরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ধামইরহাট উপজেলার হরতিকিডাঙ্গা বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ গ্রামের মো: গোজার হোসেনের ছেলে সুফিয়ান (১৮), একই গ্রামের মো: মোজাম্মেল হোসেনের ছেলে আ: ছালাম (২২)।
আহতরা হলেন, উপজেলার দক্ষিণ জাহানপুর (বাবুপাড়া) গ্রামের মো: জুয়েল হোসেনের ছেলে মিনহাজ (২৪) এবং একই গ্রামের মো: হেলাল হোসেনর ছেলে সজল (৩০)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক রামেক হাসপাতালে স্থানান্তর করেন।
এ ব্যাপারে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, রোববার (২৩ জানুয়ারি) ছিল সাপ্তাহিক বড় হাট বার। তারা হাট থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বিপরিতগামী ট্রাক মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায় এবং অপর ২ জন মারাত্মক ভাবে আহত হয়। তাদের মরদেহ থানায় নেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।