বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে নওগাঁর ধামইরহাট উপজেলার সুনামধন্য সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ৫০ তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকারের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সোহেল রানা, মহিলা ভাইস সাবিনা এক্কা, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জুলফিকার আলী, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলালি-ই- রাব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আ: রহমান ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, সহকারি শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।