নওগাঁর ধামইরহাটে সাবেক ইউপি সদস্যের স্ত্রী জান্নাতুল ফেরদাউস (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার ১৩ জানুয়ারি দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের অর্ন্তগত মঙ্গলিয়া গ্রামের মাঠ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। সে সাবেক ইউপি সদস্য মো: ইফতেখার আশরাফের স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহত জান্নাতুল ফেরদৌস ঘটনার আগের দিন ১২ জানুয়ারি সন্ধ্যায় বীরগ্রাম বাজার থেকে বিকাশে টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিল সেই সময় দূর্বত্তরা তার মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে এবং তার মৃত্যু নিশ্চিত হলে ফাঁকা মাঠের ফেলে দয়ে টাকা নিয়ে চলে যায় বলে অনেকেই ধারণা করছেন।
এ ঘটনায় স্বামী ইফতেখার আশরাফ বলেন, আমার স্ত্রীকে বেশ কিছুদিন ধরে কয়েকজন মোবাইল ফোনে বিভিন্ন ভাবে বিরক্ত করতো। আমার ধারণা তারা আমার স্ত্রীকে হত্যা করেছে। আমি প্রশাসনের নিকট আমার স্ত্রী হত্যার বিচার চাই। নিহত জান্নাতুন ফেরদাউস উপজেলার কাশিয়া ডাঙ্গা গ্রামের মৃত সেকেন্দার আলী মেয়ে ও উপজেলা পরিষদের কৃজি স্কুলের অধ্যক্ষ মো: আব্দুল বারিকের ছোট বোন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জান্নাতুনের মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর মাধ্যমে ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে এই মুহূর্তে হত্যার আসল ঘটনা কিছুই বলা যাচ্ছে না।