নওগাঁর ধামইরহাটে আগাম জাতের আম গাছে মুকুল আসতে শুরু করেছে। সেই আমের মুকুল জানান দিচ্ছে সামনে মধু মাস আসন্ন। মাসের শেষ দিকে প্রতিটি জাতের আম গাছে মুকুল এসে সুন্দর রুপে সাজিয়ে বসবে আম গাছ। ফলে প্রকৃতি সাজবে অপরুপ সাজে। দিগন্ত জুড়ে ছড়াবে মধুর গন্ধ। আর মৌমাছিরা মনের আনন্দে মুকুল থেকে মধু সংগ্রহে উল্লাসে মেতে উঠবে।
প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে আমের আশানুরূপ ফলনের আশা করছেন আম চাষীরা। এ উপজেলায় বাণিজ্যিক ভাবে বিভিন্ন জাতের আম উৎপাদন করা হচ্ছে বিপণনের জন্য।
আম চাষ লাভজনক হওয়ায় প্রতি বছর কৃষি জমিতে আম বাগানের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে নাক ফজলি আম স্বাদে গন্ধে অতুলনীয় হওয়ায় ধামইরহাটে প্রতিটি বাড়িতে নাক ফজলি জাতের আম গাছ রয়েছে। আমটি দেখতে মানুষের নাকের মত। তাই এ আমটির নাম নাক ফজলি।
আসলে নাক ফজলি আমের আদি চাষ ভারতে। শীতের তীব্রতা তেমন না থাকলেও গাছে গাছে মুকুল আসতে দেখা গেছে। আবহাওয়া অনুকুলে থাকালে আমের ফলন আশানুরূপ হবে এমনটাই আশা করছেন আম চাষীরা।
আমের মুকুলে পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে বিভিন্ন প্রকার ঔষধ স্প্রে করা হচ্ছে আম গাছে। আম চাষীরা আম গাছের চর্চা করছে রীতিমতো।
এ উপজেলায় বিশেষ করে নাকফজলি, ন্যাংড়া, আমরুপালি, বারি-৪, বারি-১০, গোপালভোগ, আশ্বিনা জাতের আম বেশি চাষ করছে আম চাষীরা।