নওগাঁর ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে আলোচনা অনুষ্ঠিত হয়। সোমবার ১০ জানুয়ারি বিকেলে সাড়ে ৪ টায় উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: দেলদার হোসেনের সভাপতিত্বে, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো: মাহবুব আলম (বাপ্পি)র সঞ্চালনায় সদরস্থ টিএন্ডটি মোড়ে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম, সাবেক কমিটির সহ-সভাপতি মো: মোফাজ্জল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও উমার ইউনিয়নে সদ্যয় নির্বাচিত চেয়ারম্যান মো: ওবায়দুল হক সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুহেল রানা, আওয়ামী যুবলীগের সভাপতি মো: জাবিদ হোসেন (মৃদু), স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: সাবুবুর রহমান (সাবু), মহিলা লীগের নেত্রী ও অঙ্গ সংগঠনে লোকজন সভায় উপস্থিত ছিলেন।