নওগাঁর ধামইরহাট সরকারি এমএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় কলেজের মিলনায়তনে এ উপলক্ষে এক বিদায়ী আলোচনা সভা ধামইরহাট সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রাহাৎ হাসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক এমএ হোসাইন, আইসিটির ব্যবহারিক শিক্ষক হারুন আল রশীদ, কলেজ শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক,ছাত্রলীগ নেতা মুরাদুজ্জামান মুরাদ, রাজু হোসেন, বিদায়ী ছাত্র হানজালা, রোমান, সুরাইয়া আক্তার ও শারমিন সুলতানা, অনিক ঠাকুর প্রমুখ।