ধামইরহাট

ধামইরহাটে সরকারি এম এম ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

নওগাঁর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের অবসরে যাওয়া শিক্ষকদের নিয়ে বিদায় সংবর্ধনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩ নভেম্বর, ওই কলেজের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: শহীদুজ্জামান সরকার এমপি।

এ সময় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: ফরিদুজ্জামানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আজাহার আলী মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো: শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: সোহেল রানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা, কলেজের বর্তমান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পরে কলেজের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো: মোফাজ্জল হোসেন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জিল্লুর রহমান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মেহের আফরোজ, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: ফজলে রাব্বিকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker