নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি দু’ নাগরিককে আটক করেছে ১৪ বিজিবি। তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণ করে ধামইরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, শনিবার ২৩ অক্টোবর দুপুর বেলা উপজেলার মনোহরপুর গ্রামের পার্শ্ববর্তী সীমান্তের মাঠ থেকে তাদের আটক করা হয়। ধৃত ব্যক্তিরা একই উপজেলার পাশ্ববর্তী খেলনা গ্রামের মৃত চাঁন মোহাম্মদের ছেলে আজগর আলী (৩০) ও শিশু গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ইলিয়াস আহমেদ (২৪)।
ধামইরহাট থানা অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা জানান, সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় উক্ত ব্যক্তিদ্বয়কে ১৪ বিজিবি সদস্যরা আটক পূর্বক থানায় সোপর্দ করেন। বিজিবি বাদি হয়ে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের শেষে ২৪ অক্টোবর নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।